জাগো
কবিতা : Md মামুনুর Rashid
জাগো হে কিশোর,
জাগো জাগো তোমরা জাগো |
তোমরা শিশির বিন্দুর ন্যায়,
নব আনন্দে জাগো |
তোমরা ভোরের সূর্য ,
রাতের চন্রের ন্যায় সচল |
তোমরা থাকবে থাকবে,
চিরন্তল অবিচল |
তোমরা আগামীদিনের ,
অগ্রজাত বৃন্দ |
তোমরাই পারবে এদেশটাকে ,
সচল দুহাতে গড়তে |
তোমরা আগামীদিনের ,
নতুন প্রতিক হবে এদেশ টার |
তোমরা আছ তোমরা থাকবে ,
হারাবে না আর |
তোমরা ভোরের পাখির ন্যায় ,
কর যে কলতান |
তোমরা কর দেশের জন্য ,
উত্সর্গ নিজেদের প্রাণ |
তোমরা ফুলের ন্যায় সুবাস ছড়াও ,
এদেশের ঘরে ঘরে |
তোমরা তাইতো আছ সবার ,
রিদয়ের তরে তরে |
জাগো জাগো তোমরা জাগো |
তোমরা শিশির বিন্দুর ন্যায়,
নব আনন্দে জাগো |
তোমরা ভোরের সূর্য ,
রাতের চন্রের ন্যায় সচল |
তোমরা থাকবে থাকবে,
চিরন্তল অবিচল |
তোমরা আগামীদিনের ,
অগ্রজাত বৃন্দ |
তোমরাই পারবে এদেশটাকে ,
সচল দুহাতে গড়তে |
তোমরা আগামীদিনের ,
নতুন প্রতিক হবে এদেশ টার |
তোমরা আছ তোমরা থাকবে ,
হারাবে না আর |
তোমরা ভোরের পাখির ন্যায় ,
কর যে কলতান |
তোমরা কর দেশের জন্য ,
উত্সর্গ নিজেদের প্রাণ |
তোমরা ফুলের ন্যায় সুবাস ছড়াও ,
এদেশের ঘরে ঘরে |
তোমরা তাইতো আছ সবার ,
রিদয়ের তরে তরে |
মনে পরে তোমাকে
কবিতা : Md মামুনুর Rashid
যেমনি ভাবে বর্ষা আসে
বৃষ্টিকে সঙ্গী করে ,
তেমনি ভাবে আসলে তুমি
আমার রিদয়ের তরে ,
বৃষ্টি সারা বর্ষা যেমন
হয়ে যায় ফাঁকা
তেমনি ভাবে তুমি ছাড়া
আমি বড় একা
বল না তুমি বলে দাও
প্রেম কি সব মিত্তা
তাহলে কেন প্রেমের বাধনে
বাধলে তুমি আমাকে
বৃষ্টিকে সঙ্গী করে ,
তেমনি ভাবে আসলে তুমি
আমার রিদয়ের তরে ,
বৃষ্টি সারা বর্ষা যেমন
হয়ে যায় ফাঁকা
তেমনি ভাবে তুমি ছাড়া
আমি বড় একা
বল না তুমি বলে দাও
প্রেম কি সব মিত্তা
তাহলে কেন প্রেমের বাধনে
বাধলে তুমি আমাকে
যখন সময় থাকেনা
কবিতা : Md মামুনুর Rashid
আমি যখন হাটি
আমার সাথে আমার মনটা হাটে
আমি যখন হাটি
আমার সাথে আমার দেহটা হাটে
আমি যখন হাটি
আমার সাথে আমার বিবেক হাটে
আমি যখন হাটি
আমার সাথে আমার হৃদয়টা হাটে
সবই হাটে, সবই হাটতে চায়, সবই হাটার অপেক্ষায়
তবুও শেষ হয়না হাটা
জানিনা কবে শেষ হবে এ যাত্রা
জানিনা কবে শেষ হবে এ পথ।
পথেই পড়ে থাকা
পথ থেকে কুড়িয়ে নেয়া
অত:পর আদরে ভরিয়ে দেয়া
অত:পর লালন করা বুকের ভেতর।
তবুও হয়না শেষ পথ
তবুও হয়না শেষ কুড়ানো
তবুও পিছিয়ে যেতে হয় বারবার
তবুও পিছিয়ে আসতে হয় বারবার
এ এক অন্য রকম যুদ্ধ
যুদ্ধ চলছে অনবরত।
কেউ লিপ্ত হয় ধনি হবার যুদ্ধে,
কেউ লিপ্ত হয় প্রতারণার যুদ্ধে,
কেউ লিপ্ত হয় ভেজাল করার যুদ্ধে,
কেউ লিপ্ত হয় ক্ষমতা আঁকড়ে থাকার যুদ্ধে,
কেউ লিপ্ত হয় নেতৃত্বের যুদ্ধে,
কেউ লিপ্ত হয় মানুষ খুনের যুদ্ধে,
যুদ্ধ চলছে অনবরত, যুদ্ধ চলছে অবিরত
তবুও ফুরায় না ক্ষুধা, ক্ষুধার পথও শেষ হয়না
কত ধরণের ক্ষুধা, কত রকমের ক্ষুধা
দারিদ্র আর ক্ষুধা নিবারণে আমাদের সময় কই ?
আমার সাথে আমার মনটা হাটে
আমি যখন হাটি
আমার সাথে আমার দেহটা হাটে
আমি যখন হাটি
আমার সাথে আমার বিবেক হাটে
আমি যখন হাটি
আমার সাথে আমার হৃদয়টা হাটে
সবই হাটে, সবই হাটতে চায়, সবই হাটার অপেক্ষায়
তবুও শেষ হয়না হাটা
জানিনা কবে শেষ হবে এ যাত্রা
জানিনা কবে শেষ হবে এ পথ।
পথেই পড়ে থাকা
পথ থেকে কুড়িয়ে নেয়া
অত:পর আদরে ভরিয়ে দেয়া
অত:পর লালন করা বুকের ভেতর।
তবুও হয়না শেষ পথ
তবুও হয়না শেষ কুড়ানো
তবুও পিছিয়ে যেতে হয় বারবার
তবুও পিছিয়ে আসতে হয় বারবার
এ এক অন্য রকম যুদ্ধ
যুদ্ধ চলছে অনবরত।
কেউ লিপ্ত হয় ধনি হবার যুদ্ধে,
কেউ লিপ্ত হয় প্রতারণার যুদ্ধে,
কেউ লিপ্ত হয় ভেজাল করার যুদ্ধে,
কেউ লিপ্ত হয় ক্ষমতা আঁকড়ে থাকার যুদ্ধে,
কেউ লিপ্ত হয় নেতৃত্বের যুদ্ধে,
কেউ লিপ্ত হয় মানুষ খুনের যুদ্ধে,
যুদ্ধ চলছে অনবরত, যুদ্ধ চলছে অবিরত
তবুও ফুরায় না ক্ষুধা, ক্ষুধার পথও শেষ হয়না
কত ধরণের ক্ষুধা, কত রকমের ক্ষুধা
দারিদ্র আর ক্ষুধা নিবারণে আমাদের সময় কই ?