আড্ডা

1.এক গরীব রোগী গেছে ডাক্তারের কাছে
  বিনামূল্যেচিকিৎসা নিতে।

  রোগী : ডাক্তার সাব আমি খুব অসুস্থ গরীব মানুষ!!
  আমারে দয়া কইরা ফ্রি চিকিৎসা করবেন??

  ডাক্তার : এত টাকা খরচ করে কি ডাক্তারি পাস
  করেছি আপনাকে ফ্রি চিকিৎসা করার জন্য??

  রোগী : কথা দিতাছি !! আমি বাঁইচা থাকলে ভবিষ্যতে আপনার একটা কাম ফ্রি কইরা দিমু!!
  আপনার অনেক উপকার হইব, ইনশাল্লাহ্!!

  ডাক্তার : কেন?? আপনি এমন কিকাজ করতে পারেন যাতে ভবিষ্যতে আপনার অনেক উপকার হবে ??

  রোগী : জি!! পেশায় আমি একজন কবর খোদক!!
  মৃত মানুষের কবর খোদাই আমার কাম!!

  ••• লেখাটি পৃথিবীর সেইসব অর্থলোভী ডাক্তারদের প্রতিউৎসর্গ করলাম যাদের চিকিৎসার অভাবে      হাজার
  

হাজার মানুষ মারা যাচ্ছে এবং অনেকেই মৃত্যু পথযাত্রী •••




2.এক কৃষক সুপারি গাছের গোড়ায়
  পান গাছ লাগিয়েছে !!!

  পানগাছ বড় হয়ে সুপারি গাছে
  উঠে গেছে...

  একদিন এক পাখি এসে
  পানপাতায় পায়খানা করে দিল !!

  তো অন্য এলাকার একলোক
  সেখানে গিয়ে এসব দেখে তো
  অবাক !!

  একই গাছে পানসুপারি কি করে
  সম্ভব??আবার পান পাতায়
  পাখির বর্জ্য শুকিয়ে সাদা হয়ে
  গেছে যাকে লোকটি ভেবেছে !!
  তারপর লোকটি পাখির পায়খানা
  ভরা পাতা আর গাছের সুপারি
  পেড়ে মুখে পুরছে আর বলছে….

  "কিবা দেশে আইলাম রে ভাই!
  কিবা দেশের গুণ……
  একই গাছে পান-সুপারি!
  একই গাছের চুন……!!"

  হা হা হা..


3.স্যারঃ বলতো ৭ আর ৩ কত হয়?
বল্টুঃ (একটু ভেবে) স্যার ১১
স্যারঃ (রেগে) ৭ আর ৩ এ ১০ হয়, বলতে পারিসনা?
বল্টুঃ (রেগে এবং চিৎকার করে) স্যার আপনের কথার কোন দাম নেই, আপনি মিথ্যুক!!
স্যারঃ কেন ??
বল্টুঃ সেদিন বললেন ৫ আর ৫ এ ১০হয়,
তারপর একদিন বললেন ৬ আর ৪ এ ১০,
আর আইজ বলতেছেন ৭ আর ৩ এ ১০ !!
আপনি এক মুখে কয় কথা বলেন?
আপনার জবানের ঠিক নাই !!
স্যার Shocked, বল্টু Rocked...